হরতাল বিরোধীরা এই প্রশ্নগুলির জবাব দিয়ে যান
লিখেছেন লিখেছেন রাফসান ২১ জুলাই, ২০১৩, ১২:৩২:১৫ রাত
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের হরতালে শিবির কর্তৃক ক্ষতিগ্রস্থ প্রতিটি ব্যক্তিকে আমি নিজে ক্ষয়ক্ষতির ক্ষতিপূরন দেব। তবে তার আগে আমার কয়েকটি প্রশ্ন আছে যেগুলোর উত্তর দিতে হবে আপনাকে।
(১)কতটি গাড়ি ১টি সাধারন ছাত্রের জীবনের মূল্যের সমান হতে পারে?
(২)কতটি কার্য্যদিবস বন্ধ থাকলেএকজন নিরপরাধ ব্যক্তিকে ফাঁসিতে ঝোলানোর মূল্য পরিশোধ করা যেতে পারে?
(৩)কতটি বিএমডব্লু আর মারসিডিজ কিনে দিলে একজন গোলাম আজম তো দূরে থাক, শিবিরের শিবিরের বিপ্লবএকজন সাধারন কর্মীর জীবন আপনি ফেরত
দিতে পারবেন?
(৪) কতটি হরতালের ক্ষয়ক্ষতি দিয়ে আপনি একজন মাওলানা সাঈদীর জীবনের মূল্য পরিশোধ করতে পারবেন?
(৫)কতটি বাংলাদেশ কোরবান করলে ইসলামকে প্রতিষ্ঠিত না করার সরকারী সিদ্ধান্তের ক্ষতিপূরন দিয়ে আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন? উপরের এই ৫টি সহজ প্রশ্নের উত্তর দিয়ে কালকের হরতালের যাবতীয় ক্ষয়ক্ষতির ক্ষতিপূরন আমার কাছ থেকে নিয়ে যাবার অনুরোধ রইল।
বিষয়: বিবিধ
৯১৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন